About


MyTech&Trick -এ আপনাদের স্বাগতম।

MyTech&Trick হতে আমি সায়েম আছি আপনাদের সাথে আপনাদেরই জন্য।

এখানে  আমি ব্লগিং  নিয়ে নিয়মিত বাংলায় পোস্ট করবো। নতুন নতুন Tips & Tricks নিয়ে হাজির হবো আপনাদের সামনে। আপনি যদি বাংলাদেশ থেকে ব্লগিং-এ ক্যারিয়ার গড়ে তুলতে চান তবে এই সাইটটি আপনার জন্য।  কারণ এই সাইটে শুধুমাত্র  বিগিনারস দের জন্য Basic To Advance  Tutorial, Tips & Tricks পাবলিশ হবে।

আমরা যেই বিষয় গুলো নিয়ে পোস্ট করবো :

• ব্লগিং / Blogging
• এসইও / SEO
• টেম্পলেটস / Templates
• বেকলিংক্স / Backlinks

বাংলাদেশ  থেকেও আপনি খুব সহজে  কোন ইনভেস্ট ছারাই ব্লগিং শুরু করতে পারবেন।  এখানে আমি মুলত  টাকা উপার্জন নিয়ে কোন রকম পোস্ট করবো না কিংবা কোন পোস্ট এ বলবো না যে আপনি এইভাবে টাকা উপার্জন করতে পারবেন। শুধুমাত্র  আপনাদের শিখানো হবে জাতে একজন প্রফেশনাল ব্লগার হতে পারেন আপনিও

যদি আমাদের সাথে কোন রকম দরকার থেকে থাকে তবে, Contact Us

Email: mytechandtrick.info@gmail.com